আজ-  ,


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়াতে দুর্ভোগে গ্রামবাসী «» বগুড়া সান্তাহারে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» কাজী নিবাস-এর আয়োজনে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে বেড়েছে কিশোর গ্যাং অতিষ্ঠ জনজীবন ____মোয়াজ্জেম চৌধুরী «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে শমশেরনগরে রেলপথ ঘেষে জমে উঠে অবৈধ পশুর হাট; দুর্ঘটনার আশঙ্কা «» নওগাঁয় প্রচন্ড তাপদাহে হাসপাতালে বেড়েছে রোগী «» বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পথচারীদের বিশুদ্ধপানি ও খাবার স্যালাইন বিতরণ «» মৌলভীবাজারে চোরাই গাড়ি বানিয়াচং থেকে উদ্ধার : গ্রেফতার ১ «» জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শংকর রায় এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

কুষ্টিয়ার ৪টি আসনে মোট ২৫ জন প্রার্থীর

রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়ার ৪টি আসনে মোট ২৫ জন প্রার্থীর অনুকুলে দলীয় প্রতীক বরাদ্দ দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: আসলাম হোসেন। সোমবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে প্রার্থী ও তাঁর মনোনীত ব্যক্তির হাতে নিজ নিজ দলীয় প্রতীক দেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট আ.ক.ম সরওয়ার জাহান বাদশা-নৌকা, বিএনপির রেজা আহমেদ বাচ্চু মোল্লা ধানের শীষ, বাদশার পক্ষে মনোনীত প্রতিনিধি এ্যাড. রফিকুল ইসলাম লালন জেলা রিটার্নিং অফিসারের হাত থেকে নমুনা প্রতীক বুঝে নেন। আশরাফুজ্জামান (বিএনএফ) টেলিভিশন, মাওলানা নাজমুল হুদা (ইসলামী আন্দোলন) হাতপাখা, (জাতীয় পার্টি এরশাদ) শাহরিয়ার জামিল জুয়েল লাঙ্গল প্রতীক পেয়েছেন।
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে আহসান হাবিব লিংকন জাতীয় পার্টি (ঐক্যফন্ট কাজী জাফর) ধানের শীষ, মহাজোট প্রার্থী জাসদের সভাপতি হাসানুল হক ইনু-নৌকা, সাম্যবাদী দলের আনোয়ার হোসেন বাবলু-চাকা, বিএনএফের সাইফুল ইসলাম-টেলিভিশন, এনপিপির মোহাম্মদ সোহাগ হোসেন-অম, সিপিবির ওয়াহিদুজ্জামান-কাঁসতে, মোজাম্মেল হক (ইসলামী আন্দোলন) হাতপাখা ও মারফত আলী মাষ্টার (মুসলীম লীগ)-হারিকেন কুষ্টিয়া-৩ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবউল আলম হানিফ-নৌকা, হানিফের পক্ষে মনোনীত প্রতিনিধি কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম জেলা রিটার্নিং অফিসারের হাত থেকে নমুনা প্রতীক বুঝে নেন। বিএনপির জাকির হোসেন সরকার-ধানের শীষ, সম্মিলিত বাম দল (বাসদ) শফিকুর রহমান শফি-মই, বিএনএফের আশাদুল হক-টেলিভিশন, (এনপিপি) উজ্জল আহসান-আম, ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম-হাতপাখা প্রতীক পেয়েছেন। কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ-নৌকা, বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ র“মী-ধানের শীষ, জাতীয় পার্টি (জাপা-এরশাদ) আশারফুল হক লাঙ্গল, এনপিপির তাছির উদ্দিন-আম, বিএনএফের আওলাদে পীরজাদা ইদ্রীস-টেলিভিশন ও ইসলামী আন্দোলনের হাজী এনামুল হক-হাতপাখা প্রতীক পেয়েছেন