আজ-  ,


সময় শিরোনাম:
«» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান «» বগুড়া আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা «» জুড়িতে হুইসেল বেøায়ার অন্তভুক্তিকরন সভা। «» নওগাঁর বিভিন্ন উপজেলায় ইসতিসকার নামাজ আদায় «» নওগাঁর বিভিন্ন উপজেলায় ইসতিসকার নামাজ আদায় «» মৌলভীবাজারে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে অপরাজিতা নেটওয়ার্ক এর অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

বিচার ব্যবস্থায় জনগণের প্রবেশাধিকার  নিশ্চিতকরণে গ্রাম আদালত কাজ করছে

শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টুচাঁদপুর, ১৫ নভেম্বর ২০১৮: শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু বলেছেন, সাধারণ জনগণের বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণে গ্রাম আদালত প্রতিটি ইউনিয়নে কাজ করছে। গ্রামআদালতের মাধ্যমে হতদরিদ্র মানুষ অতিসহজেই সুবিচার পাচ্ছে। গ্রাম আদালতের কোনবিকল্প নেই। উপজেলা পর্যায়ে সরকারি ওবেসরকারি সংস্থা সমূহের প্রতিনিধিরা কাজেরপাশাপাশি গ্রাম আদালত সম্পর্কে সাধারণমানুষদেরকে জানাতে হবে। বিশেষ করে প্রচার-প্রচারনার মাধ্যমেই জনগণকে সম্পৃক্ত করতেহবে। এই আদালতের উদ্দেশ্য হচ্ছে গ্রামীণজনপদে সাধারণ মানুষের জন্য বিচারপ্রাপ্তিরসুযোগ সৃষ্টি করা যতে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে নিস্পত্তি করা যায়।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান -এর সভাপতিত্বে আজউপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারিসংস্থাসমূহের প্রতিনিধিদের জন্য গ্রাম আদালতশীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি কামরুজ্জামান মিন্টু তার বক্তব্যে এ কথাগুলোবলেন।স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) -এর অর্থায়ন ও কারিগরি সহায়তায় পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্য়ায়) প্রকল্পের সহযোগিতায় কর্মশালাটি আজ শাহরাস্তি উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে শাহরাস্তি উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত, স্থানীয় সরকারচাঁদপুর ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর (ডিএফ)নিকোলাস বিশ্বাস। তিনি গ্রাম আদালত আইন ২০০৬ (সংশোধন ২০১৩ এবং গ্রাম আদালত বিধিমালা ২০১৬ -এর উপর বিস্তারিতভাবে আলোকপাত করেন। মূল আলোচনা-পর্ব শেষে দলীয় আলোচনা অনুষ্ঠিত হয়।গ্রাম আদালত প্রকল্পের সহযোগী সংস্থা ব্লাষ্টের জেলা সমন্বয়কারী মোঃ আমিনুর রহমানেরসঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলাকৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন। কর্মশালায় সার্বক সহযোগীতা প্রদান করেন শাহরাস্তির উপজেলা সমন্বয়কারী গৌতম কুমার সরকার এবং সুচিপাড়া-উত্তর ইউনিয়নের গ্রাম আদালত সহকারী ইকবাল হোসেন পাটোয়ারী।কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা আবু তাহের মোঃ বদরুদ্দোজা, শাহরাস্তি থানার এসআই মোঃ মিজানুর রহমান, বিআরডিবি’র কর্মকর্তা মোঃ শাহদাত হোসেন সহ শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ূন কবির অংশগ্রহণ করেন । এছাড়াও ব্র্যাক, আশা, সিএনআরএস, সিডব্লিউএফডি, এএফডিও, সিএসএস, দিশা, উদ্দীপন, ব্যুরো বাংলাদেশ, পিএইচডি, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার, এসএসএস, আপ, প্রিজম বাংলাদেশ -এর উপজেলা কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।