আজ-  ,


সময় শিরোনাম:
«» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান «» বগুড়া আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা «» জুড়িতে হুইসেল বেøায়ার অন্তভুক্তিকরন সভা। «» নওগাঁর বিভিন্ন উপজেলায় ইসতিসকার নামাজ আদায় «» নওগাঁর বিভিন্ন উপজেলায় ইসতিসকার নামাজ আদায় «» মৌলভীবাজারে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে অপরাজিতা নেটওয়ার্ক এর অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে উদ্বোধন হলো দেশের ২য় চা নিলাম কেন্দ্র 

দীপ্ত ডেস্ক:

চট্রগ্রামের পর দেশের ২য় চা নিলাম কেন্দ্রে উদ্বোধন হল চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।&nbsp; শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার সময় শ্রীমঙ্গলের মৌলভীবাজাররোডস্থ খাঁন টাওয়ারে চা নিলাম কেন্দ্রের শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসময় উপস্থিত ছিলেন, ট্রি প্লার্ন্টাস এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের আহবায়ক ও জাতিসংঘের সাবেক এম্বাসেডর ড. একে আব্দুল মোমেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সফিনুল ইসলাম, মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার ২ আসনের সাংসদ আব্দুল মতিন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার শাহ জালাল, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ স¤পাদক মিছবাউর রহমান প্রমুখ। <br>
উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে চা নিলাম কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান&nbsp; আয়োজন করা হয়। <br>
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, তিনি ১৯৮২ সালে শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র চালুর প্রস্তাব করে ছিলেন। আর তা বাস্তবায়ন হতে ৩৫ বছর সময় লেগেছে। প্রধানমন্ত্রী ২০১২ সালে মৌলভীবাজার জেলায় এসে বিজয়ের মাস ২৯ ডিসেম্বরেই বলেছিলেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলেই হবে ২য় চা নিলাম কেন্দ্র। আজ দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। চায়ের ভবিষ্যৎ ভালো। আগামী জানুয়ারী থেকে নিলাম কার্যক্রম চালুর আশ্বাসও দেন তিনি। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের&nbsp; জবাবে চা বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, সিলেটের চা বাগান গুলোর ফেক্টরী থেকে চা ট্রাকে লোড করে কয়েক রাউন্ড তেরপাল ও পলিথিন মুড়িয়ে তার পর সিলগালা করে নিলামে উঠানোর জন্য পাঠানো হয় চট্টগ্রাম অকসন হাউজে। কিন্তু এতে পোহাতে হয় নানান বিপত্তি। কখনও পথে হয় চুরি, বৃষ্টির সময় চায়ে জমে মহেসচার। ট্রান্সপোর্টের কারনে সময়মতো অকসনে অনেক বাগান অংশগ্রহনও করতে পারেন না। আর এ থেকে পরিত্রান পেতে বিগত ৩০ বছর ধরে&nbsp; শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের দাবী জানিয়ে আসছেন এ এলাকার মানুষ। এরই ফলশ্রæতিতে আজ চা নিলাম কেন্দ্রের ঘোষনায় আমরা অত্যন্ত আনন্দিত।